বলিউড তারকা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’র শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি নিজের জন্মদিনে ছবিটির লুক প্রকাশ্যে এনেই শুরু হয়েছে গুঞ্জন।
তবে শুটিং সেট থেকে ছড়িয়ে পড়া কিছু নেপথ্য দৃশ্যে দেখা গেছে পাকিস্তানের পতাকা উড়ছে, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এমন একটি ছবি ব্যবহার করা হলো এবং কেউ কেউ রণবীরকে কটাক্ষ করে ‘নির্লজ্জ’ও আখ্যা দিয়েছেন।
রণবীর সিং বা ছবির টিমের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ধারণা করা হচ্ছে, ‘ধুরন্ধর’ একটি বাস্তব ঘটনাভিত্তিক সিনেমা হওয়ায় চিত্রনাট্যের প্রয়োজনে পাকিস্তানের পতাকা ব্যবহার করা হয়েছে।
শোনা যাচ্ছে, রণবীর এখানে অভিনয় করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের অনুপ্রেরণায় নির্মিত একটি চরিত্রে। গল্পের কেন্দ্রবিন্দু ভারতের গুপ্তচরদের সাহসী অভিযান, যা পাকিস্তানের পটভূমিতে গড়ে উঠেছে।
ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার মাঝে সম্প্রতি বলিউডে পাকিস্তানি শিল্পীদের বিরুদ্ধে বয়কটের ধাক্কা পড়েছে। দিলজিৎ दोसাঞ্জের ‘সর্দারজি ৩’ সিনেমায় পাকিস্তানি তারকাদের সঙ্গে কাজের কারণে ভারতের বাজারে সেই ছবি মুক্তি না পেয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
এবার দিলজিতের সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার আগেই রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং সেটে পাকিস্তানের পতাকা দেখা যাওয়ায় নতুন বিতর্কের মুখে পড়েছে ছবিটি।
thebgbd.com/NIT