ঢাকা | বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ জুলাই, ২০২৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯ ছবি : সংগৃহীত।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫২৯ জন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রামে ৭২, ঢাকা বিভাগে (সিটি এলাকার বাইরে) ৬৭, ঢাকা উত্তর সিটিতে ৩২, দক্ষিণ সিটিতে ৫৪, খুলনায় ২৮, ময়মনসিংহে ১১, রংপুরে ১৬, সিলেটে ৪ এবং রাজশাহীতে ৫১ জন।


উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়। আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১২ হাজার ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ১ লাখ ৪০ হাজার জন।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি মশকনিধনে সক্রিয় ভূমিকা রাখতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।


thebgbd.com/NA