ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাজ্যে সামার ক্যাম্পে শিশু অসুস্থ, গ্রেপ্তার ১

তিন শিশুর সঙ্গে দুর্ব্যবহারের জন্য শুক্রবার আদলতে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৩ আগস্ট, ২০২৫
যুক্তরাজ্যে সামার ক্যাম্পে শিশু অসুস্থ, গ্রেপ্তার ১ যুক্তরাজ্য।

যুক্তরাজ্যে গ্রীষ্মকালীন শিবিরে মিষ্টিতে ঘুমের ওষুধ মিশিয়ে বেশ কয়েকজন শিশুকে অসুস্থ করার অভিযোগ উঠেছে। শনিবার এ অভিযোগে ব্রিটিশ আদালতে হাজির করা হয় ৭৬ বছর বয়সী এক ব্যক্তিকে। যুক্তরাজ্যের লিচেস্টারশায়ারের বাসিন্দা জন রুবেনের বিরুদ্ধে গত সপ্তাহে গ্রীষ্মকালীন শিবিরে শিশুদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে দুর্ব্যবহারের তিনটি অভিযোগ উঠেছে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


লিচেস্টারশায়ার পুলিশ জানিয়েছে, তিন শিশুর সঙ্গে দুর্ব্যবহারের জন্য শুক্রবার ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। এরপর শনিবার রুবেনকে লিচেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অভিযোগে বলা হয়, শিশুদের যে মিষ্টি খাওয়ানো হয়েছে, তাতে ঘুমের ওষুধ মেশানো ছিল।


গত রোববার পুলিশ খবর পায়, স্ট্যাথার্ন গ্রামে গ্রীষ্মকালীন শিবিরে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। পরদিন সোমবার পুলিশ সেখানে যায় এবং আট শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আটজনই ছেলে শিশু এবং তাদের বয়স আট থেকে ১১ বছরের মধ্যে। প্রাপ্তবয়স্ক একজনকেও হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। পরে তাদের সবাইকেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড