মানবিক সাহায্যের ওপর নির্ভরতা কমাতে গাজার সঙ্গে আংশিকভাবে বেসরকারি খাতের বাণিজ্য পুনরায় চালু করবে ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি কার্যক্রমের সমন্বয়কারী ইউনিট সিওজিএটি আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।
জেরুজালেম থেকে এএফপি জানায়, সিওজিএটি বলেছে, বাণিজ্য চালুর জন্য প্রতিরক্ষা সংস্থার মাধ্যমে বেশ কয়েকটি মানদণ্ডে যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বল্প সংখ্যক স্থানীয় ব্যবসায়ীকে অনুমোদন দেওয়া হয়েছে।
২ মার্চ থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ জারির পর মার্কিন-সমর্থিত একটি বেসরকারি সংস্থার খাদ্য বিতরণ কেন্দ্র খুলতে সহায়তার জন্য মে মাসে আংশিকভাবে তা তুলে নেওয়া হয়। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, জাতিসংঘের বিশেষজ্ঞদের প্রতিবেদনে এ ধরনের সতর্কতার পর জুলাই মাসে আরব দেশগুলো ও ইউরোপীয় সামরিক বাহিনী ত্রাণ পাঠাতে শুরু করে। বিমান থেকেও ত্রাণ পাঠানো হয়।
সিওজিএটির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পণ্য আমদানির ক্ষেত্রে হামাসের সম্পৃক্ততা রোধ করতে উপত্যকায় প্রবেশের আগে বেসরকারি খাতের অর্থের যোগান খতিয়ে দেখা হবে এবং ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টি দেখভাল করবে। সিওজিএটি আরো জানিয়েছে, অনুমোদিত পণ্যগুলোর মধ্যে ফল, শাকসবজি, শিশুখাদ্য ও চিকিৎসা সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে।
সূত্র: এএফপি
এসজেড