গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি ত্রাণবাহী ট্রাক উল্টে ২০ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, ‘গত মধ্যরাতে ত্রাণ বহনকারী একটি ট্রাক উল্টে ২০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, শত শত বেসামরিক মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করছিল। বাসাল আরো বলেন, নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে ঘটনাটি ঘটে। ওই ট্রাকটি একটি অনিরাপদ রাস্তা দিয়ে চলছিল। এখানে ইসরায়েল আগে বোমা হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।
হামাস অভিযোগ করেছে, ইসরায়েল ট্রাক চালকদের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য বিপজ্জনক পথ ব্যবহার করতে এবং ‘ইচ্ছাকৃতভাবে অনাহার এবং বিশৃঙ্খলা তৈরি’ করার জন্য বাধ্য করেছে। হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েল ট্রাক চালকদের ‘অনাহারে থাকা বেসামরিক নাগরিকদের ভিড়ে ভরা রুটে চলাচল করতে বাধ্য করছে।
ত্রাণ সংগ্রহের জন্য সপ্তাহের পর সপ্তাহ ধরে মৌলিক চাহিদা পূরণের জন্য অপেক্ষা করছে গাজা বাসিন্দা।’ হামাসের মিডিয়া অফিস বিবৃতিতে আরো বলেছে, ‘ত্রাণ সংগ্রহের জন্য প্রায়শই বিপুল সংখ্যক মানুষ ট্রাকগুলোতে ভিড় জমায়’।
সূত্র: এএফপি
এসজেড