ঢাকা | বঙ্গাব্দ

এআই’র দাপটে ঝুঁকিতে নতুন চাকরিপ্রার্থীরা

বিশ্বজুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার।
  • অনলাইন ডেস্ক | ০৭ আগস্ট, ২০২৫
এআই’র দাপটে ঝুঁকিতে নতুন চাকরিপ্রার্থীরা ছবি : সংগৃহীত।

বিশ্বজুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার। এতে করে চাকরির বাজারে তৈরি হয়েছে বড় ধরনের পরিবর্তন, বিশেষ করে প্রযুক্তি খাতে। নতুন চাকরিপ্রার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে।


গোল্ডম্যান শ্যাক্সের এক প্রতিবেদনে উঠে এসেছে—যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতে কর্মসংস্থানের হার ক্রমাগত কমে যাচ্ছে।


২০২২ সালের নভেম্বর মাসে চ্যাটজিপিটির সূচনার সময় প্রযুক্তি খাতে কর্মসংস্থান ছিল সর্বোচ্চ। কিন্তু এরপর থেকেই চাকরি হারানোর হার বেড়েছে। ২০২৪ সালের শুরু থেকে ২০-৩০ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্ব প্রায় ৩ শতাংশ বেড়েছে, যা জাতীয় গড় বেকারত্বের চারগুণেরও বেশি।


গোল্ডম্যান শ্যাক্স জানিয়েছে, এটি প্রমাণ করে যে প্রাথমিক স্তরের সাদা-কলার চাকরিতে এআই ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে।


ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জ্যান হ্যাটজিয়াস মনে করেন, আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের প্রায় ৬-৭ শতাংশ কর্মসংস্থান এআই দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, এআই’র কারণে বেকারত্বের হার সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ বাড়বে এবং অনেকে অন্য খাতে কাজের সুযোগ পাবেন।


এদিকে, বিষয়বস্তু তৈরি, গ্রাহক সেবা, প্রশাসন ও মানবসম্পদের মতো ক্ষেত্রে এআই’র ব্যবহার দ্রুত বাড়ছে। অনেক প্রতিষ্ঠান এসব বিভাগে কর্মী ছাঁটাই করছে। অ্যানথ্রপিকের দারিও আমোদেই ও অ্যামাজনের অ্যান্ডি জ্যাসির মতো প্রযুক্তি জগতের শীর্ষ নেতারাও স্বীকার করেছেন যে, ভবিষ্যতে বহু সাদা-কলার পেশায় মানুষের জায়গা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।


তবে সবকিছু হারিয়ে যায়নি। এখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য মিলিয়ন ডলারের বেতন প্যাকেজ দিচ্ছে।


লিঙ্কডইনের তথ্য অনুযায়ী, “এআই ইঞ্জিনিয়ার” এখন সবচেয়ে দ্রুত বাড়তে থাকা চাকরির তালিকায় শীর্ষে রয়েছে। এর পরেই রয়েছে ডেটা সেন্টার টেকনিশিয়ান ও সিস্টেম ইঞ্জিনিয়ারের মতো পদ।


অন্যদিকে, ভারতে এখনো এআই’র প্রভাব তেমন গুরুতর নয়। বরং আন্তর্জাতিক অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতেই তাদের কার্যক্রম বিস্তৃত করছে। সেখানে নতুন নতুন অফিস খোলা হচ্ছে এবং বাড়ছে কর্মসংস্থানের সুযোগ।


সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 


thebgbd.com/NA