ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন সেনা ঘাঁটিতে গুলি, আহত ৫

ফোর্ট স্টুয়ার্টে অবস্থিত তৃতীয় পদাতিক ডিভিশনের কমান্ডার লুবাস পাঁচজন আহতের সংখ্যা জানিয়ে বলেন, তারা স্থিতিশীল আছে।
  • অনলাইন ডেস্ক | ০৭ আগস্ট, ২০২৫
মার্কিন সেনা ঘাঁটিতে গুলি, আহত ৫ ফোর্ট স্টুয়ার্ট সেনা ঘাঁটি।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ জর্জিয়া রাজ্যের একটি সামরিক ঘাঁটিতে বুধবার এক সেনা গুলি চালালে তার পাঁচ সহকর্মী আহত হন। এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান।


ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হামলাটি ঘটে বৃহৎ ফোর্ট স্টুয়ার্ট সেনা ঘাঁটিতে। হাজার হাজার সৈন্য ও তাদের আত্মীয়স্বজন সেখানে বাস করেন। জরুরি কর্মীরা আক্রমণে প্রতিক্রিয়া জানাতে ছুটে গেলে স্থাপনাটি তালাবদ্ধ করে হয়। ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস এক সংবাদ সম্মেলনে বলেন, গোলাগুলির প্রত্যক্ষদর্শী এলাকার সেনারা তাৎক্ষণিকভাবে ওই সেনাকে মোকাবিলা করে। পরে আইন প্রয়োগকারীরা তাকে হেফাজতে নেয়।


ফোর্ট স্টুয়ার্টে অবস্থিত তৃতীয় পদাতিক ডিভিশনের কমান্ডার লুবাস পাঁচজন আহতের সংখ্যা জানিয়ে বলেন, তারা স্থিতিশীল আছে এবং সকলেই সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। জেনারেল অভিযুক্ত বন্দুকধারীর সার্জেন্ট কোরনেলিয়াস র‌্যাডফোর্ড হিসেবে শনাক্ত করেন। তিনি বলেন, তার উদ্দেশ্য স্পষ্ট নয়।


সূত্র: এএফপি 


এসজেড