চীনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগসূত্রের অভিযোগ তুলে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্টেলের নতুন প্রধান নির্বাহী লিপ-বু টানকে ‘অবিলম্বে’ পদত্যাগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেন, ইন্টেলের সিইওর মধ্যে স্বার্থের দ্বন্দ্ব আছে। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই সমস্যার আর কোনো সমাধান নেই। এর একদিন আগে রিপাবলিকান সিনেটর টম কটন ইন্টেলকে চিঠি দিয়ে লিপ-বু টানের চীনা কোম্পানিগুলোর সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলেন।
সূত্র: এএফপি
এসজেড