ঢাকা | বঙ্গাব্দ

টিএসসিতে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি : শিবির সভাপতি

  • নিজস্ব প্রতিবেদক | ০৭ আগস্ট, ২০২৫
টিএসসিতে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি : শিবির সভাপতি ফাইল ছবি

টিএসসিতে জুলাই অভ্যুত্থান নিয়ে আয়োজিত প্রদর্শনীতে জামায়াত নেতাদের ছবি সরিয়ে নেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছবিগুলো কোনো দলের প্রচার নয়, বরং সেগুলো ফ্যাসিস্ট হাসিনার আমলে বিচারহীনতার ও রাষ্ট্রীয় নিপীড়নের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছিল। অথচ মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে যারা চিৎকার করে, তারাই সেখানে সহিংসতা চালিয়েছে। আমরা পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম দেখিয়েছি।


আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


জাহিদুল ইসলাম বলেন, প্রদর্শনীতে আমরা কোনো রাজনৈতিক দলকে প্রচার করিনি। বরং ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব বিচারবহির্ভূত ঘটনা ঘটেছে, সেগুলোই প্রতীকীভাবে উপস্থাপন করেছি। তারপরও আমাদের কাজের প্রতিক্রিয়ায় একশ্রেণির মানুষ সহিংস আচরণ করেছে, যা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।


সরকারের জুলাই ঘোষণাপত্র নিয়েও শিবির সভাপতি হতাশা প্রকাশ করেন। জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের আশা ছিল সরকারের জুলাই ঘোষণাপত্র একটি সমৃদ্ধ ঘোষণাপত্র হবে। কিন্তু কিছুটা আশাহত হয়েছি, আমাদের কাছে মনে হয়েছে ঘোষণাপত্রে পূর্ণভাবে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বিশেষ করে এই উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলন হয়েছে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়নি।’


তিনি বলেন, ‘আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল ৯ দফা। পরবর্তীতে সেটি এক দফায় পরিণত হয়। কিন্তু ঘোষণাপত্রে নয় দফার কথা উল্লেখ করা হয়নি।


আন্দোলনের পলিসি মেকিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, মাদরাসা, ইংলিশ মিডিয়াম, পলিটেকনিক ইনস্টিটিউট, সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং প্রবাসীদের ভূমিকার কথা বিস্তৃত ঘোষণাপত্রে পয়েন্টগুলো উল্লেখ করা হয়নি। যার কারণে কিছুটা আশাহত হয়েছি। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, এটা যেন পুনর্বিবেচনা করে।’


এদিন শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইলের সভাপতিত্বে মহানগর জামায়াতে ইসলামী আমির আবদুল জব্বার, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক সিফাতুল আলম ও মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


thebgbd.com/NIT