ঢাকা | বঙ্গাব্দ

কঙ্গোর মন্ত্রিসভায় রদবদল

নতুন মন্ত্রিসভা এখনও প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া তুলুকার নেতৃত্বে রয়েছে। মন্ত্রিসভায় ৫৩ জন সদস্য রয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ০৮ আগস্ট, ২০২৫
কঙ্গোর মন্ত্রিসভায় রদবদল কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি।

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি শুক্রবার এক ডিক্রি জারির মাধ্যমে দেশটির মন্ত্রিসভায় রদবদল করেছেন। তিনি কমপক্ষে দুই জন বিরোধী দলীয় নেতাকে মন্ত্রিসভায় নিয়োগ করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ঘোষণার বরাত দিয়ে কিনশাসা থেকে বার্তা সংস্থা এএফপি এ রদবদলের কথা জানিয়েছে।


নতুন মন্ত্রিসভা এখনও প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া তুলুকার নেতৃত্বে রয়েছে। মন্ত্রিসভায় ৫৩ জন সদস্য রয়েছেন। যা পূর্ববর্তী সরকারের চেয়ে একজন কম। ডিক্রি অনুসারে, বিরোধীদলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী অ্যাডলফে মুজিটোকে উপ-প্রধানমন্ত্রী ও বাজেট মন্ত্রী নিযুক্ত করা হয়েছে। দেশটির একটি ছোট বিরোধী দলের নেতা ফ্লোরিবার্ট আনজুলুনিকে আঞ্চলিক একীকরণ মন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে।


বছরের শুরুতে রাজনৈতিক পরামর্শের পর নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। যা দেশটির পূর্বাঞ্চলে একটি নিরাপত্তা সংকট কর্তৃক চিহ্নিত করা হয়। স্বর্ণ ও কোল্টানের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে সমৃদ্ধ পূর্ব কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) ৩০ বছরেরও বেশি প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে লড়াই এবং বিদেশী শক্তির হস্তক্ষেপের কারণে বিধ্বস্ত।


২০১৯ সাল থেকে ক্ষমতায় থাকা শিসেকেদি ২০২৩ সালের ডিসেম্বরে ৭৩ শতাংশেরও বেশি ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন এবং একই দিনে অনুষ্ঠিত আইনসভা নির্বাচনে তার জোটের দলগুলো প্রায় ৯০ শতাংশ আসন জিতেছে। মন্ত্রিসভায় নবনিযুক্ত মুজিতো ও আনজুলুনি ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তারা যথাক্রমে প্রায় এক শতাংশ ও দশমাংশেরও কম ভোট পান।


সূত্র: এএফপি


এসজেড