২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষ চূড়ান্ত ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করেছে গুচ্ছ ভর্তি কমিটি।
গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিশেষ ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ আগস্ট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত ভর্তির জন্য প্রাথমিক ভর্তি ফি জমা দিতে হবে ৮ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু করে ৯ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। এরপর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ১০ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে।
গুচ্ছ ভর্তি কমিটি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি জমাদানসহ সকল নিয়মাবলি মেনে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। এই সময়ের পর গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে আর ভর্তির সুযোগ থাকবে না।
thebgbd.com/NA