ঢাকা | বঙ্গাব্দ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ১১ নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১ নারীকে আটক করেছে ৫৬ বিজিবি।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ আগস্ট, ২০২৫
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ১১ নারী আটক ছবি : সংগৃহীত।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১ নারীকে আটক করেছে ৫৬ বিজিবি। শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ আমজোয়ানী সীমান্ত এলাকায় অভিযানে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে তেঁতুলিয়া মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানিয়েছে ৫৬ বিজিবি।


আটককৃত নারীরা হলেন, ফুলসুরাত (৬০), রোজিনা খাতুন (৩৫), সেলিনা বেগম (২৫), চুমকি খাতুন (২৫), হাসনা হেনা খাতুন (৩০), রোজিফা (৩২), মিনা খাতুন (২৪), বন্যা খাতুন (২৪), রুপা খানম (২৫), শাবানা বেপারী (২৭) ও সালেহা খাতুন (৪০)।


এদের মধ্যে ফুলসুরাত যশোরের শার্শা উপজেলার বাইকুলা গ্রামের মৃত নুরালি বিশ্বাসের মেয়ে, রোজিনা খাতুন কোতয়ালীর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আঃ মান্নানের মেয়ে, সেলিনা বেগম অভয়নগর উপজেলার চন্দ্রপুর গ্রামের জালাল বিশ্বাসের মেয়ে, চুমকি খাতুন নড়াইলের কালিয়া উপজেলার জামিলডাঙ্গার মিরাজ খন্দকারের মেয়ে, একই এলাকার হাসনা হেনা খাতুন তাকরিজ আলীর মেয়ে, রোজিফা মাধবপুরের আনসার মুন্সীর মেয়ে, মিনা খাতুন লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের দেলোয়ার মোল্লার মেয়ে, বন্যা খাতুন বেতগ্রাম গ্রামের মফিজ মোল্লার মেয়ে, রুপা খানম (২৫) টুংগীপাড়া উপজেলার দক্ষিণ বাঁশরিয়া গ্রামের শাহ আলমের মেয়ে, শাবানা বেপারী (২৭) মাদারীপুর জেলার জাজিরা উপজেলার ফরিদপুর গ্রামের বাবুল বেপারীর মেয়ে এবং সালেহা খাতুন ফরিদপুর জেলার রাজর উপজেলার সোত্যপতি গ্রামের হাকিম তালুকদারের মেয়ে।


বিজিবি জানায়, শুক্রবার ভোরে তেঁতুলিয়া থানার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪২/১-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমজোয়ানী এলাকা দিয়ে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে আগমনের সংবাদ প্রাপ্তির পর অধীনস্থ শুকানী বিওপির ২টি আভিযানিক দল কর্তৃক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ১১ নারী বাংলাদেশী নাগরিককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা একাধিক দালাল চক্রের মাধ্যমে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা চুক্তিতে সীমান্ত এলাকায় আসেন।  নারীদের কাছ থেকে ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।


নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিযয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যেকোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত রয়েছে ৫৬ বিজিবি ।


thebgbd.com/NA