ঢাকা | বঙ্গাব্দ

চাঁদাবাজদের ধরে আইনের হাতে তুলে দিন: দুদু

দুদু বলেন, ‘তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়া আমাদের যে রাজনীতির শিক্ষা দিয়েছেন তা হলো মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি, স্বাধীনতাকে রক্ষার রাজনীতি।’
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ আগস্ট, ২০২৫
চাঁদাবাজদের ধরে আইনের হাতে তুলে দিন: দুদু ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়াতাবাদী দল- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘চাঁদাবাজরা বিএনপির লোক না। দখলদাররা বিএনপির লোক না। যারা বাংলাদেশের ক্ষতি করে তারা বিএনপির লোক না। এদেরকে ধরবেন আর আইনের আওতায় দিয়ে দেবেন।’


আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।


দুদু বলেন, ‘তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়া আমাদের যে রাজনীতির শিক্ষা দিয়েছেন তা হলো মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি, স্বাধীনতাকে রক্ষার রাজনীতি।’


তিনি বলেন, ‘তারেক রহমান ১৬ বছর ধরে লড়াই করেছেন। বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন।’


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে দুদু বলেন, শেখ হাসিনা বারবার বলতেন মুজিব কন্যা পালায় না। মুজিবের কন্যা বাংলাদেশকে অপমান করেছেন। এখন ভারতে গিয়ে বসে আছেন। যারা আমাদের ভিসা বন্ধ করেছে; প্রতিনিয়ত গুলি করে বাংলার মানুষকে হত্যা করছে, আপনি গিয়ে সেই দেশে বসে আছেন। আপনি জীবন বাঁচানোর জন্য সেই দেশে পালিয়েছেন।’


জনসভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সভায় বক্তৃতা করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম ও আসিরুল ইসলাম সেলিম।


thebgbd.com/NIT