ঢাকা | বঙ্গাব্দ

দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৯৯১ জন শিক্ষার্থী

দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণের জন্য মোট ৩২ হাজার ৬০৫ জন শিক্ষার্থী ৬০ হাজার ৯০৩টি আবেদন করেছিলেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ আগস্ট, ২০২৫
দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৯৯১ জন শিক্ষার্থী ফাইল ছবি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৫ সালের দাখিল পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে এক হাজার ৯১২ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৯৯১ জন এবং ফেল থেকে ফেল অবস্থায় রয়েছেন ২৫৫ জন।


রোববার (১০ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. কামরুল আহাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণের জন্য মোট ৩২ হাজার ৬০৫ জন শিক্ষার্থী ৬০ হাজার ৯০৩টি আবেদন করেছিলেন। ফল পরিবর্তনের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯১২। এর মধ্যে ৩৯৮ জনের গ্রেড পয়েন্ট গড় (জিপিএ) পরিবর্তন হয়েছে। জিপিএ–৫ পেয়েছেন ১৩৯ জন এবং জিপিএ–৫ থেকে জিপিএ–৫ এ রয়ে গেছেন ১২৯ জন।


এর আগে, ১১ জুলাই থেকে ১৭ পর্যন্ত ২০২৫ সালের দাখিল পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।


thebgbd.com/NIT