ঢাকা | বঙ্গাব্দ

এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে ২ হাজার ৯৪৬ জনের ফল পরিবর্তন

  • নিজস্ব প্রতিবেদক | ১০ আগস্ট, ২০২৫
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে ২ হাজার ৯৪৬ জনের ফল পরিবর্তন ফাইল ছবি

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডের ২ হাজার ৯৪৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ২৯৩ জন। আর নতুনভাবে জিপিএ–৫ পেয়েছেন ২৮৬ জন শিক্ষার্থী।


রোববার (১০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সূত্রে এসব তথ্য জানা গেছে।


সংশ্লিষ্টরা, জানান চলতি বছর পুনঃনিরীক্ষণের জন্য ৯২ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২২ হাজার ৫৩৩টি উত্তরপত্রের আবেদন করেন। এর মধ্যে ফেল থেকে জিপিএ–৫ পেয়েছেন ১৩ জন এবং নতুনভাবে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা ২৮৬।


উল্লেখ্য, চলতি বছর বিগত ১৬ বছরের মধ্যে এসএসসি ও সমান পরীক্ষায় সর্বনিম্ন ফলাফল হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ উভয়টি কমেছে। এর চাপ পড়েছে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে খাতার সংখ্যায়। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার সারাদেশে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী।


thebgbd.com/NIT