ওয়েম্বলির মঞ্চে ইতিহাসের পুনরাবৃত্তি। চলতি বছর এখানেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জিতেছিল ক্রিস্টাল প্যালেস। এবার আরও বড় শিকার—প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। জমজমাট লড়াই শেষে কমিউনিটি শিল্ডের শিরোপা উঠল প্যালেসের হাতে।
নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দলই ২-২ গোলে সমান ছিল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় লন্ডনের দলটি। গোলরক্ষক ডিন হেন্ডারসন আবারও পেনাল্টি বাঁচিয়ে দলের জয়ের নায়ক হয়ে ওঠেন।
ম্যাচের শুরুতেই গোল পায় লিভারপুল। মাত্র চার মিনিটে নতুন খেলোয়াড় হুগো একিতিকে চমৎকার সমন্বয়ে ফ্লোরিয়ান ভার্টজের সঙ্গে পাস বিনিময় করে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠান। তবে প্যালেস দ্রুত ম্যাচে ফিরে আসে। ১৭তম মিনিটে পেনাল্টি থেকে জ্যঁ-ফিলিপ মাতেতা গোল করেন, ভার্জিল ফান ডাইক প্যালেসের ইসমায়লা সারকে ফাউল করায় স্পট কিকের সুযোগ পায় তারা।
প্রথমার্ধের মাঝপথে আবারও এগিয়ে যায় লিভারপুল। নতুন মৌসুমে দলে আসা জেরেমি ফ্রিমপংয়ের প্রচেষ্টা পোস্টে লেগে জালে জড়ায়। লিভারপুল সমর্থকেরা এ সময় পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটার মৃত্যুতে ২০তম মিনিটে শ্রদ্ধা জানায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে একিতিকে দুইবার ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। প্যালেস পাল্টা আক্রমণে বেশ কয়েকবার লিভারপুলের ডিফেন্সকে চাপে ফেলেছিল অবশ্য। ইংলিশ ফরোয়ার্ড এবেরেচি এজে নিচু শটে লিভারপুল গোলরক্ষক আলিসনকে পরীক্ষা নেন। ম্যাচের শেষ দিকে সমতা ফেরায় প্যালেস। ৭৭তম মিনিটে ইসমায়লা সার আলিসনের সামনে ঠান্ডা মাথায় বল জালে পাঠান।
শেষ মুহূর্তে প্যালেস প্রায় জয়ের গোল পেয়ে যাচ্ছিল। লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হাতে বল লেগেই গিয়েছিল, তবে ভিএআর রিভিউতে পেনাল্টিটা আর পায়নি প্যালেস। যোগ করা সময়ে জাস্টিন ডেভেনি কাছাকাছি থেকে শট নিলেও গোল পোস্ট মিস করেন। নির্ধারিত সময়ে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে লিভারপুলের প্রথম তিনটি প্রচেষ্টার দুটি রুখে দেন হেন্ডারসন। এই দুই পেনাল্টি আবার মোহামেদ সালাহ আর ম্যাক অ্যালিস্টারের। শেষ পর্যন্ত জাস্টিন ডেভেনি জয়সূচক গোলটা করেন। প্যালেস আরও একটা আনন্দের উপলক্ষ পেয়ে যায় তাতেই।
thebgbd.com/NIT