ঢাকা | বঙ্গাব্দ

কোমোকে উড়িয়ে বার্সেলোনার গাম্পার ট্রফি পুনরুদ্ধার

৫-০ গোলের বড় জয়ে প্রাক-মৌসুমের অপরাজিত ধারা বজায় রেখেছে কাতালানরা, যেখানে জোড়া গোল করে জ্বলে উঠেছেন ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ আগস্ট, ২০২৫
কোমোকে উড়িয়ে  বার্সেলোনার গাম্পার ট্রফি পুনরুদ্ধার ফাইল ছবি

সিরি আ ক্লাব কোমোকে উড়িয়ে দিয়ে জোয়ান গাম্পার ট্রফি নিজেদের করে নিল বার্সেলোনা। ৫-০ গোলের বড় জয়ে প্রাক-মৌসুমের অপরাজিত ধারা বজায় রেখেছে কাতালানরা, যেখানে জোড়া গোল করে জ্বলে উঠেছেন ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে বার্সেলোনা। ২১তম মিনিটে কোমোর ডিফেন্ডারদের ভুল পাসের সুযোগ নিয়ে ফারমিন লোপেজ ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করে বার্সাকে এগিয়ে নেন। বিরতির ১০ মিনিট আগে আবার গোল করেন তিনি। এবার চমৎকার একটি শটে বাঁ-কোণ দিয়ে বল জালে পাঠান এই মিডফিল্ডার।

তবে হান্সি ফ্লিকের দল এখানেই থেমে থাকেনি। বিরতির আগেই পাঁচ মিনিটে আরও দুই গোল করে ব্যবধান বাড়ায় বার্সা। ৩৭তম মিনিটে মার্কাস রাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে গোল করেন রাফিনহা। এরপর রাফিনহা নিজেই বল কেড়ে নিয়ে ইয়ামালকে সহজ এক পাস দেন। যেখান থেকে ইয়ামাল গোল করতে ভুল করেননি।

প্রথমার্ধে বার্সেলোনা আরও গোল পেতে পারত। তবে রাশফোর্ড কোমোর গোলরক্ষক জ্যাক বুটেজকে কাটিয়ে গোল করতে ব্যর্থ হন। তবে সেটি খুব একটা প্রভাব ফেলেনি। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই বাম কোণে দুর্দান্ত ফিনিশিংয়ে ইয়ামাল তার দ্বিতীয় গোল করেন।

এই নিয়ে বার্সেলোনা তাদের চারটি প্রাক-মৌসুম ম্যাচে মোট ২০টি গোল করেছে। ইয়ামাল করেছেন চারটি গোল ও একটি অ্যাসিস্ট, যা দেখিয়ে দিচ্ছে তিনি ২০২৪-২৫ মৌসুমে আরও বড় ভূমিকা রাখার জন্য প্রস্তুত। অন্যদিকে রাশফোর্ডও ধীরে ধীরে নিজেকে নতুন ক্লাবে মানিয়ে নিচ্ছেন। এই ম্যাচে তার পারফরম্যান্স তাকে প্রথম একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে দিয়েছে।

তবে কোমোর বিপক্ষে ম্যাচটি ছিল গাম্পার ট্রফি জয়ের লড়াই। যেটি তারা গত বছর ফ্রান্সের মোনাকোর কাছে হারিয়েছিল। এবার জয় নিশ্চিত করে ৪৭তমবারের মতো ট্রফিটি নিজেদের করে নিল কাতালান ক্লাবটি। ১৯৬৬ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে প্রদর্শনীমূলক এই আসর। ১৯৯৬ পর্যন্ত এটি ছিল ৪ দলীয় টুর্নামেন্ট, পরে নামিয়ে আনা হয় দুই দলে।


thebgbd.com/NIT