ঢাকা | বঙ্গাব্দ

অনেক নিউজ ছাপালে হয়তো ওই মিডিয়া হাউজে হামলা হবে: মনজিল মোরসেদ

  • নিজস্ব প্রতিবেদক | ১১ আগস্ট, ২০২৫
অনেক নিউজ ছাপালে হয়তো ওই মিডিয়া হাউজে হামলা হবে: মনজিল মোরসেদ সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

বিচারপতির রায় যদি পছন্দ না হয় তাহলে তাকে হাতকড়া পরিয়ে জেলে দিবেন এটা আইনে কোথাও বলে নাই। কিন্তু আমাদের দেশে এটা ঘটেছে। একজন প্রধান বিচারপতিকে রিমান্ড দেওয়া হয়েছে। বিচার বিভাগের এর চেয়ে দুরাবস্থা আর কী হতে পারে বলে মন্তব্য করেছেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।


সম্প্রতি এক বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি। ওই বক্তব্যে তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেছেন।


আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সাবেক প্রধান বিচারপতির রিমান্ডের মাধ্যমে বিচারবিভাগের গলা টিপে ধরা হয়েছে। এটি বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ। অর্থাৎ, তোমরাও সাবধান হয়ে যাও ভবিষ্যতে কিন্তু তোমাদেরও এমন হতে পারে।


শত শত আইনজীবী এখন আদালতে যেতে পারেন না বলে মন্তব্য করেছেন তিনি। আইনজীবীরা পালিয়ে বেড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, আমি একজন আইনজীবী। আমি যদি কোর্টে না থাকি তাহলে কীভাবে আমার মক্কেলকে প্রটেকশন দিব। কীভাবে তার পক্ষে কথা বলবো। সেই অধিকার আজ আইনজীবীদের নেই। তারা পালিয়ে বেড়াচ্ছে। এটি মানবাধীকার লঙ্ঘন।


অধিকাংশ সাংবাদিক কথা বলতে পারছেন না বলে দাবি করেছেন আইনজীবী মনজিল মোরশেদ। তিনি বলেন, যারা ফিল্ড লেভেলে কাজ করছেন তারা হয়তো অনেক নিউজ দেন। কিন্তু মিডিয়া হাউজগুলো সেটি ছাপাতে পারে না। কারণ দিতে গেলে হয়তো সন্ধ্যায় ওই মিডিয়া হাউজে হামলা হবে অথবা অফিসের সামনে গরু জবাই দিয়ে খাওয়া-দাওয়া হবে। সেখানে সম্পাদককে মারধর করা হবে অথবা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হবে।


thebgbd.com/NIT