আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া ভোটের সময় সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ সোমবার (১১ আগস্ট) সকালে কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, আগে কেন্দ্রপ্রতি ছয়জন পুরুষ আনসার, চারজন মহিলা আনসার, দুইজন অস্ত্রধারী আনসার থাকতেন। এবার আমরা প্রিজাইডিং অফিসারের জন্য একজন আনসার বাড়াচ্ছি। তিনি অনেক সময় হুমকিতে থাকেন। তারপরও আমরা দুই থেকে তিনজন পুলিশ দিবো।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'এবার আমরা ৮০ হাজারের ওপরে সেনাবাহিনী নিয়োগ করবো। নৌবাহিনী-বিজিবি এবং র্যাব ও অন্যান্য বাহিনীও থাকবে।'
thebgbd.com/NA