ঢাকা | বঙ্গাব্দ

বৈঠকের ‘সময়সূচী’ নিয়ে ব্যস্ত যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ‘ইউক্রেনীয় ও রাশিয়ানরা যাতে সহ্য করতে পারে, এমন কিছু আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে।’
  • অনলাইন ডেস্ক | ১১ আগস্ট, ২০২৫
বৈঠকের ‘সময়সূচী’ নিয়ে ব্যস্ত যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি বৈঠকের ‘সময়সূচী’ নির্ধারণের জন্য কাজ করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার এ কথা জানিয়েছেন। ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এই সপ্তাহে আলাস্কায় মার্কিন-রাশিয়া শীর্ষ সম্মেলনে কিয়েভের উপস্থিতির জন্য চাপ দিচ্ছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে ভ্যান্স বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধাগুলোর মধ্যে একটি হল ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি কখনও জেলেনস্কির সঙ্গে বসবেন না। প্রেসিডেন্ট পুতিন এখন এটি পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।’


১৫ আগস্ট আলাস্কা শীর্ষ সম্মেলনের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে ভ্যান্স বলেন, ‘আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে আমরা স্পষ্ট করে বলতে পারি, এই তিন নেতা বসে এই সংঘাতের অবসান ঘটাতে আলোচনা করতে পারেন।’ ভাইস প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘ইউক্রেনীয় ও  রাশিয়ানরা যাতে সহ্য করতে পারে, এমন কিছু আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে।’


ন্যাটোতে মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার সিএনএনকে বলেছেন, জেলেনস্কি শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন। তাকে প্রশ্ন করা হয় জেলেনস্কি শুক্রবার ট্রাম্প ও পুতিনের সঙ্গে যোগ দিতে পারেন কি-না। উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই মনে করি এটি সম্ভব।’


সূত্র: এএফপি


এসজেড