পাকিস্তানের উত্তরাঞ্চলে আজ সোমবার ক্ষতিগ্রস্ত একটি খাল সংস্কারকালে ভূমিধসে সাতজনের প্রাণহানি ঘটেছে। এবারের বর্ষায় ক্ষতিগ্রস্ত খালটির পানির প্রবাহ ঠিক রাখতে গ্রামবাসীরা কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খাপলু থেকে এএফপি এ খবর জানায়।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ জুন বর্ষা মৌসুম শুরুর পর থেকে দেশজুড়ে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। অঞ্চলটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, গিলগিট-বালতিস্তানের উত্তরাঞ্চলীয় দানিওরে ক্ষতিগ্রস্ত খালটি মেরামতে স্বেচ্ছাসেবকরা রাতভর কাজ করছিলেন। ওই সময় খালের একপাশের মাটি ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে সাতজন প্রাণ হারান।
স্থানীয় সাংবাদিক শিরিন করিম বলেন, ‘গ্রামবাসী নিজে থেকেই খালটি মেরামতের চেষ্টা করে। কারণ, ওই খালের পানির ওপরই তারা অনেকটাই নির্ভরশীল। দিনের তাপমাত্রা বেশি হওয়ায় পাড় মেরামতের জন্য রাতকেই বেছে নেন তারা।’ গত জুলাইয়ে আকস্মিক বন্যায় ওই এলাকার চারটি খাল ক্ষতিগ্রস্ত হয়। স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে দুটি খাল সংস্কারের কাজ সম্পন্ন করেছেন। তৃতীয়টির সংস্কার কাজ করতে গিয়ে এমন প্রাণহানির ঘটনা ঘটলো।
সূত্র: এএফপি
এসজেড