ঢাকা | বঙ্গাব্দ

গুলিবিদ্ধ উরিবের মৃত্যু

৭ জুন বোগোতায় রাজনৈতিক একটি র‌্যালিতে ৩৯ বছর বয়সী উরিবে গুলিবিদ্ধ হন। তিনটি গুলির মধ্যে দুটিই তার মাথায় লাগে।
  • অনলাইন ডেস্ক | ১১ আগস্ট, ২০২৫
গুলিবিদ্ধ উরিবের মৃত্যু মিগুয়েল উরিবে

নির্বাচনী সভায় মাথায় গুলিবিদ্ধ হওয়ার দুই মাস পর আজ সোমবার কলম্বিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল উরিবে মারা গেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী। বোগোতা থেকে এএফপি জানায়, মিগুয়েল উরিবের স্ত্রী মারিয়া ক্লদিয়া তারাজোনা ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন, ‘তুমি সবসময় আমার জীবনে ভালোবাসার মানুষ হয়ে থাকবে। প্রেমময় জীবনের জন্য তোমাকে ধন্যবাদ।’ তিনি আরও লেখেন, ‘শান্তিতে ঘুমাও আমার ভালোবাসা। আমাদের সন্তানের দেখাশোনা আমি করব।’


চিকিৎসকরা গত শনিবারই জানিয়েছেন, মিগুয়েল উরিবের মস্তিষ্কে নতুন করে রক্তক্ষরণ হয়েছে। এতে তার অবস্থা আরও সঙ্কটাপন্ন হয়ে পড়েছে। এর আগে ৭ জুন বোগোতায় রাজনৈতিক একটি র‌্যালিতে ৩৯ বছর বয়সী উরিবে গুলিবিদ্ধ হন। তিনটি গুলির মধ্যে দুটিই তার মাথায় লাগে।


মিগুয়েল উরিবের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকদের মধ্যে ১৫ বছরের এক কিশোরও রয়েছে। জুলাই মাসের মাঝামাঝিতে চিকিৎসায় উরিবের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণের পর তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।


কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, ‘দেশের জন্য আজ দুঃখের দিন।’


সূত্র: এএফপি


এসজেড