বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার থেকে নতুন ডিজাইনের ১০০ টাকার নোট বাজারে আনছে, যার থিম হচ্ছে 'বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য'। প্রাথমিকভাবে এই নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এটি পাওয়া যাবে।
এই নতুন ১০০ টাকার নোটের দৈর্ঘ্য ১৪০ মিমি এবং প্রস্থ ৬২ মিমি। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর স্বাক্ষর রয়েছে। নোটের সামনের দিকে বাম পাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি থাকবে। নোটের পেছনের অংশে সুন্দরবনের দৃশ্য দেখা যাবে। জলছাপ হিসেবে থাকবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ‘১০০’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম থাকবে।
এর আগে একই থিমের ওপর ভিত্তি করে ১০০০, ৫০ এবং ২০ টাকার নোটও বাজারে ছাড়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাকি মূল্যমানের নোটগুলোও পর্যায়ক্রমে চালু করা হবে।
thebgbd.com/NIT