টি-টোয়েন্টি ফরম্যাট আসার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের রাজত্ব। প্রায় প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের পাশাপাশি অন্যান্য দেশও এখন নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকে। এবার বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের তালিকা প্রকাশ করেছে বিবিসি ও ক্রিকবাজ।
টুর্নামেন্টের মান, দর্শক আগ্রহ, ম্যাচের ফলাফলের ওপর গুরুত্ব দিয়ে সম্প্রতি জরিপ করেছে বিবিসি ও ক্রিকবাজ। এই তালিকায় নেই বিপিএলের নাম। বিবিসির প্রকাশ করা সেরা ৭ টুর্নামেন্টের তালিকায় সবার ওপরে আইপিএল, দুই নম্বরে পিএসএল। এছাড়া বিগব্যাশ, আইএল টি-২০, সিপিএল ও এসএ টি-২০ আছে সেরা সাতে।
বিপিএলের ১২তম আসর সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যস্ততা শুরু হয়ে গেছে। ২০১২ সালে যাত্রা শুরু করা বিপিএল একটা সময় ক্রিকেট বিশ্বে আইপিএলের পরই আলোচনায় ছিল। পিএসএল-সিপিএলের আগেই শুরু হয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে, দীর্ঘ যাত্রায় উন্নতির পরিবর্তে এই টুর্নামেন্ট হেটেছে উল্টো পথে।
সময়ের সাথে সাথে বিপিএল ক্রমশই হারিয়েছে মান, লেগেছে ফিক্সিংয়ের কলঙ্ক। এই বিপিএলের জায়গা হয়নি বিশ্বের সেরা ৭ ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকাতে। ২০২৩ সালে শুরু হওয়া আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিরও জায়গা হয়েছে সেরা সাতে। আছে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল ও দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টির মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো।
বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল। তবে নির্দিষ্ট সময়সূচী, আন্তর্জাতিক মানের সম্প্রচার, বড় তারকাদের অনীহা, ফ্র্যাঞ্চাইজি মালিকদের স্বেচ্ছাচারিতায় ধীরে ধীরে ধ্বংসের পথে এই প্রতিযোগিতা। আইপিএল আর বিগ ব্যাশ বাদে তালিকার সেরা সাতে থাকা সব টুর্নামেন্টেরই জন্ম বিপিএলের বেশ পরে।
বিবিসি ও ক্রিকবাজের এই জরিপে গুরুত্ব দেয়া হয়েছে টুর্নামেন্টগুলোর বেশ কিছু বিষয়ে। ম্যাচের শেষ ওভার ও শেষ বলের রোমাঞ্চ, ম্যাচপ্রতি গড় রান, বাউন্ডারি সংখ্যা, পেসার-স্পিনারদের উইকেট সংখ্যা, দর্শক সংখ্যা, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে টুর্নামেন্টের জনপ্রিয়তাকে মানদণ্ড ধরা হয়েছে।
বিদেশি ক্রিকেটারদের আগ্রহ ও টুর্নামেন্টের মান নিয়েও জরিপ করেছে বিবিসি ও ক্রিকভিজ। এরপরই প্রকাশ করেছে তালিকা। যেখানে বিপিএল ছাড়াও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট ও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জায়গা হয়নি।
thebgbd.com/NIT