সাংবাদিকদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) গাজায় ইসরাইলি হামলায় আল-জাজিরার কয়েকজন সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, যুদ্ধের সময় সাংবাদিকদের কখনো লক্ষ্যবস্তু করা উচিত নয়।
জেরুজালেম থেকে এএফপি জানায়, সিপিজে’র প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ বলেন, ‘সাংবাদিকরা বেসামরিক লোক। তাদের কখনো যুদ্ধক্ষেত্রে লক্ষ্যবস্তু করা উচিত নয়। এমন কাজ করা যুদ্ধাপরাধ।’ জুলাই মাসে সিপিজে আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছিল। কারণ, ইসরায়েলি সেনাবাহিনী তাকে হামাসের সদস্য বলে দাবি করে। সম্প্রতি তাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
সিপিজে বলেছে, তারা (ইসরায়েলি সেনাবাহিনী) ‘প্রমাণ ছাড়াই’ সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার একটি প্যাটার্ন তৈরি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে গাজায় আল-জাজিরার বেশ কয়েকজন সাংবাদিক একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছেন।
স্থানীয় সাংবাদিকদের মতে, আনাস আল-শরিফ তার কর্মজীবনের শুরুতে হামাসের যোগাযোগ দপ্তরে কাজ করতেন, যেখানে তার ভূমিকা ছিল গাজায় ২০০৬ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণকারী হামাসের আয়োজন করা অনুষ্ঠানগুলো প্রচার করা। গিন্সবার্গ বলেন, আন্তর্জাতিক আইনে স্পষ্ট যে যুদ্ধক্ষেত্রে সক্রিয় যোদ্ধারাই কেবল বৈধ লক্ষ্যবস্তু। সুতরাং, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) যদি প্রমাণ করতে না পারে আনাস আল-শরিফ এখনও সক্রিয় যোদ্ধা ছিলেন, তাহলে তাকে হত্যার কোনো যৌক্তিকতা নেই।
সূত্র: এএফপি
এসজেড