ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনকে তার অধিকার দিতে হবে

ইউক্রেনের জন্য একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানানো হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ১২ আগস্ট, ২০২৫
ইউক্রেনকে তার অধিকার দিতে হবে ইউরোপীয় ইউনিয়ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের মাত্র তিন দিন আগে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা ‘ইউক্রেনের নিজের ভাগ্য বেছে নেওয়ার অন্তর্নিহিত অধিকার’-এর ওপর জোর দিয়েছেন।


ইইউ নেতৃবৃন্দের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা, ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনমূলক যুদ্ধের অবসান এবং ইউক্রেনের জন্য একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি।’


এতে আরো বলা হয়, ‘স্থিতিশীলতা ও নিরাপত্তা বয়ে আনে, এমন একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তিকে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে— যার মধ্যে রয়েছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নীতি। বলপ্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক সীমানা পরিবর্তন করা উচিত নয়।’


সূত্র: এএফপি


এসজেড