ঢাকা | বঙ্গাব্দ

পান্নাকে ট্রাইব্যুনাল, ‘ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই’

জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে চেয়েছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তবে তার আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মন্তব্য করেছেন, ‘ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।’
  • নিজস্ব প্রতিবেদক | ১২ আগস্ট, ২০২৫
পান্নাকে ট্রাইব্যুনাল, ‘ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই’ ছবি : সংগৃহীত।

জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে চেয়েছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তবে তার আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মন্তব্য করেছেন, ‘ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।’

আজ মঙ্গলবার (১২ আগস্ট) এ মন্তব্য করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল-১ জানান, শেখ হাসিনার পক্ষে ইতোমধ্যেই রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এই পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই।

এর আগে, শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার জন্য আবেদন দাখিল করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।


thebgbd.com/NA