হার্টের রিং বা স্টেন্টের নতুন দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (১২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ মেডিকেল ডিভাইসগুলোর দাম নিয়ন্ত্রণে আনার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে, গত ১৩ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। এই কমিটি প্রতিবেশী দেশগুলোর বাজার, ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে আমেরিকান তিনটি কোম্পানির স্টেন্টের মূল্য পর্যালোচনা করে। তাদের সুপারিশের ভিত্তিতে ৩ আগস্ট স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণ করা হয়।
ডা. আকতার হোসেন জানান, কিছু আমদানিকারকের হাতে পুরোনো দামের পণ্য মজুত থাকায় তারা নতুন দাম কার্যকর করতে সময় চেয়েছিল। কিন্তু জনগণের স্বার্থ বিবেচনায় এবং নতুন দামের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কারণে হাসপাতালগুলোতে নতুন দামে পণ্য সরবরাহের চাপ তৈরি হয়েছে। তাই মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে।
তিনি আরও বলেন, বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী ওষুধ প্রশাসন অধিদপ্তর পর্যায়ক্রমে হার্টের চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য সব মেডিকেল ডিভাইসের দামও যৌক্তিকভাবে পুনঃনির্ধারণ করবে।
thebgbd.com/NA