ঢাকা | বঙ্গাব্দ

কসোভোতে রেকর্ড তাপমাত্রা

প্রিস্টিনা থেকে ৪৭ কিলোমিটার পশ্চিমের ক্লিনা শহরে গত ২৫ জুলাই সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে।
  • অনলাইন ডেস্ক | ১২ আগস্ট, ২০২৫
কসোভোতে রেকর্ড তাপমাত্রা ফোয়ারায় নিজেকে ঠান্ডা করছে এক শিশু।

কসোভোতে গত জুলাই মাসে তীব্র তাপপ্রবাহের সময় রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে। দেশটিতে আবহাওয়ার রেকর্ড রাখা শুরুর পর এবারের জুলাই ছিল সবচেয়ে উষ্ণ। প্রিস্টিনা থেকে এএফপি এ খবর জানায়।


প্রিস্টিনা থেকে ৪৭ কিলোমিটার পশ্চিমের ক্লিনা শহরে গত ২৫ জুলাই সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। ১৯৮৭ সালের ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে এদিন। গতকাল সোমবার অনলাইনে প্রকাশ করা এক বিবৃতিতে কসোভোর হাইড্রো-মেটেরোলজিক্যাল ইন্সটিটিউট জানিয়েছে, রেকর্ড রাখা শুরুর পর এবারের জুলাই সবচেয়ে উষ্ণ। বিবৃতিতে আরও বলা হয়, দেশের আবহাওয়ার ইতিহাসে এবারের তাপমাত্রা ছিল নজিরবিহীন এবং জুলাই মাসের তাপমাত্রা বহু বছরের গড় থেকে বড় ধরনের বিচ্যুতি নির্দেশ করে।


৩৮ বছরের রেকর্ড ভেঙে যাওয়া উষ্ণতার ক্রমবর্ধমান প্রবণতা নির্দেশ করে। এটি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয় বরং জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ বলেও জানানো হয় ওই বিবৃতিতে। এর আগে কসোভোতে জুলাই মাসে গড় তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থেকেছে।


সূত্র: এএফপি


এসজেড