ঢাকা | বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে একটি অবাধ নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

ইউনূস বলেন, ‘আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে ও ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ আগস্ট, ২০২৫
ফেব্রুয়ারিতে একটি অবাধ নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা ফাইল ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনেও সরকার কাজ করছে বলে জানান তিনি। 


আজ মঙ্গলবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সামাজিক ব্যবসা প্রচারে অবদানের স্বীকৃতি হিসেবে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।


ইউনূস বলেন, ‘আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে ও ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’


গত বছরের জুলাই-আগস্টে তরুণ নেতৃত্বাধীন আন্দোলন বাংলাদেশের জাতীয় পরিচয়কে নতুন অর্থ দিয়েছে এবং ভবিষ্যতের জন্য নতুন আশার জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।


প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলছি যেখানে শাসনব্যবস্থা হবে ন্যায়সঙ্গত, অর্থনীতি হবে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং প্রত্যেকের সফল হওয়ার সমান সুযোগ থাকবে। আমাদের সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করায় মনোযোগী।’


তিনি জানান, সংস্কার এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। শক্তিশালী ও টেকসই বাংলাদেশ গড়তে বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন প্রয়োজন। এর মধ্যে উদ্যোক্তাদের সহায়তা, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা অন্তর্ভুক্ত।


ইউনূস বলেন, ‘আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্যও কাজ করছি—যাতে ক্ষমতা প্রকৃত জনপ্রতিনিধিদের হাতে হস্তান্তর করা যায়।’


অনুষ্ঠানে ইউকেএমের চ্যান্সেলর তুয়ানকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়ানকু মুনাওয়ির, তুঙ্কু আমপুয়ান বেসার নেগেরি সেম্বিলান দারুল খুসুস তুয়ানকু আইশাহ রোহানি বিনতি আলমারহুম তেংকু বেসার মাহমুদ, ইউকেএমের প্রো-চ্যান্সেলর তুঙ্কু আলি রেদাউদ্দিন ইবনি তুয়ানকু মুহরিজ, প্রো-চ্যান্সেলর তান স্রি দাতুক রাফিয়া সালিম এবং মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতো’ সেরি দিরাজা ড. জাম্ব্রি আব্দ কাদিরসহ অনেকে উপস্থিত ছিলেন।


thebgbd.com/NIT