দক্ষিণ কোরিয়ার কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী কিম কেওন হিকে স্টক কারসাজি এবং ঘুষসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সিউল আদালত তার বিরুদ্ধে আটকাদেশ জারি করেন, অভিযোগ প্রমাণে তিনি প্রমাণ নষ্ট করতে পারেন এমন আশঙ্কায়।
প্রসিকিউটরদের বক্তব্য, ৫২ বছর বয়সী কিম বিএমডব্লিউ ডিলারশিপ ‘ডয়চ মোটরস’-এর শেয়ার মূল্য কারসাজির সাথে জড়িত ছিলেন, যা থেকে তিনি ৮০০ মিলিয়ন ওন (প্রায় ৫.৮ কোটি টাকা) অবৈধ আয় করেছেন। এ ঘটনা তার স্বামীর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগের। এছাড়া, বিতর্কিত ‘ইউনিফিকেশন চার্চ’ থেকে দুটি লাক্সারি ব্যাগ ও একটি হীরার নেকলেস ঘুষ হিসেবে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২০২২ সালের উপ-নির্বাচন ও ২০২৩ সালের সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নে অনিয়মের সন্দেহও তদন্তে উঠে এসেছে।
আদালতে কালো পোশাকে উপস্থিত কিম সব অভিযোগ অস্বীকার করলেও সাংবাদিকদের সামনে তিনি ক্ষমা চেয়ে বলেন, গুরুত্বহীন ব্যক্তি হয়েও সমস্যা সৃষ্টির জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
উল্লেখ্য, গত ডিসেম্বরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হন সাবেক প্রেসিডেন্ট ইউন। তার সরকারের সময় হঠাৎ সামরিক আইন জারি দেশে ব্যাপক বিক্ষোভ সৃষ্টি করেছিল।
thebgbd.com/NIT