টটেনহ্যাম হটস্পারের নতুন অধিনায়ক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোকে বেছে নিলেন কোচ থমাস ফ্রাঙ্ক। ২০২৫-২৬ মৌসুম থেকে ইংলিশ ক্লাবটির আর্মব্যান্ড দেখা যাবে আর্জেন্টাইন ডিফেন্ডারের হাতে।
গত দুই মৌসুমে টটেনহ্যামের নেতৃত্ব ছিল দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড সন হিউং মিনের কাঁধে। তার নেতৃত্বে ১৭ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে গত মে মাসে ইউরোপা লিগের শিরোপা ঘরে তোলে টটেনহ্যাম। মৌসুম শেষে আচমকা ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে সন পাড়ি দেন যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেসে। তাতে শূন্য হয়ে পড়ে টটেনহ্যামের নেতৃত্ব। এবার সে জায়গায় আসীন হলেন রোমেরো।
গত দুই মৌসুমে আর্জেন্টাইন ডিফেন্ডার জ্যাম মেডিসনের সঙ্গে সহকারী অধিনায়ক হিসেবে টটেনহ্যামের দায়িত্ব পালন করেছিলেন। এবার অধিনায়ক মনোনীত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে রোমেরো লেখেন, ‘আজকে আমাদের জন্য নতুন মৌসুম শুরু হচ্ছে, যে মৌসুমটা আমার জন্য সত্যিকারঅর্থে বিশেষ। এ সুন্দর ক্লাবটির প্রথম অধিনায়ক হওয়া আমার জন্য বিশেষ সম্মানের। আমি এখানে চার বছর আগে একটি স্বপ্ন নিয়ে পা রেখেছিলাম: ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখানো এবং শিরোপা জেতার মাধ্যমে আমার চিহ্ন রেখে যাওয়া এবং আমি সেটা অর্জন করেছি।’
খারাপ কিংবা ভালো; সব পরিস্থিতিতে সবাইকে একত্রিত থাকার আহ্বান জানিয়ে রোমেরো আরও লেখেন, ‘এখন আমাদের সামনে নতুন একটি যাত্রা। একটি সুন্দর মৌসুম আমাদের সামনে অপেক্ষা করছে। আমরা একসঙ্গে কাজ করব যেন ২০২৫ সালের ২১ মে এর মতো স্মরণীয় মুহূর্ত আবার ফিরিয়ে আনতে পারি। এ যাত্রাপথে যাই কিছু হোক, আমি শুধু একটি জিনিসই চাইব: সবার একত্রিত থাকা। এখানে ভালো এবং খারাপ সময় আসবে, কিন্তু একসঙ্গে কোনোকিছুই অসম্ভব নয়।’
গ্রীষ্মের দলবদলের ২৭ বছর বয়সী এ আর্জেন্টাইন ডিফেন্ডারের ক্লাব ছাড়ার গুঞ্জন ছিল। তবে নতুন মৌসুমটা টটেনহ্যামের হয়ে তিনি শুরু করতে যাচ্ছেন গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে।
thebgbd.com/NIT