ঢাকা | বঙ্গাব্দ

বলসোনারোর খালাস দাবি

বলসোনারো ও তার সাত সহযোগীর বিরুদ্ধে অভিযোগ ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পরও তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন।
  • অনলাইন ডেস্ক | ১৪ আগস্ট, ২০২৫
বলসোনারোর খালাস দাবি জাইর বলসোনারো

সাবেক ব্রাজিলীয় প্রেসিডেন্ট জাইর বলসোনারোর আইনজীবীরা বুধবার সমাপনী যুক্তিতর্কে দেশটির সুপ্রিম কোর্টের কাছে তার খালাসের আবেদন জানিয়েছেন। এই মামলায় তাঁকে অভ্যুত্থানের চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। রিও ডি জেনেইরো, ব্রাজিল থেকে এএফপি এ সংবাদ জানায়।


কোর্টে দাখিল করা ১৯৭ পৃষ্ঠার নথিতে বলসোনারোর আইনজীবীরা যুক্তি দেন, এই দক্ষিণপন্থী সাবেক রাষ্ট্রপ্রধান সব অভিযোগ থেকে নির্দোষ এবং বিচার চলাকালে উপস্থাপিত প্রমাণাদির যথেষ্ট অভাব রয়েছে। মামলাটি গত মে মাসে শুরু হয়। বলসোনারো ও তার সাত সহযোগীর বিরুদ্ধে অভিযোগ ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পরও তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন। সেই নির্বাচনে তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যান।


২০২৩ সালের ৮ জানুয়ারি, লুলার শপথগ্রহণের এক সপ্তাহ পর, হাজার হাজার বলসোনারো সমর্থক রাজধানী ব্রাসিলিয়ায় সরকারি ভবনে হামলা চালায়। তারা নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি করে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটি নেতৃত্বদানকারী বলসোনারো দীর্ঘদিন ধরে তিনি নিজেকে নির্দোষ দাবি করে যেকোনো অভ্যুত্থানকেই ‘ঘৃণিত’ বলে আসছেন। দোষী প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে। এই মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে জনসমক্ষে নিজের অবস্থান তুলে ধরার নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে ব্রাসিলিয়ায় তাকে গৃহবন্দি করা হয়। 


সূত্র: এএফপি


এসজেড