ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মা ও ১৮ মাসের শিশুর

  • নিজস্ব প্রতিবেদক | ১৫ আগস্ট, ২০২৫
দিনাজপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মা ও ১৮ মাসের শিশুর ফাইল ছবি

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার দেড় বছরের ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী। 


শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন- উপজেলার ধানঘরা গ্রামের বাসিন্দা গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (৩৭) ও তাদের ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। কোহিনুর বেগম হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে গোলাম রব্বানী স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। পথে সোনালী ব্যাংকের সামনে তাদের মোটরসাইকেল একটি অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারায়। এতে কোহিনুর ও শিশু রিশাত রাস্তার ওপর পড়ে যান। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও সন্তানের মৃত্যু হয়।


বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


thebgbd.com/NIT