ঢাকা | বঙ্গাব্দ

শেবাচিমে হামলা: রনি-কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের প্রধান মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ আগস্ট, ২০২৫
শেবাচিমে হামলা: রনি-কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ছবি : সংগৃহীত।

স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের প্রধান মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় এ অভিযোগ দায়ের করা হয়েছে।


গতকাল বৃহস্প‌তিবার (১৪ আগস্ট) রা‌তে থানায় এ অভিযোগ দায়ের ক‌রেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল।


জুয়েল চন্দ্র শীল ব‌লেন, ‘গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের মধ্যবর্তী গেটে সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন চলছিল। তখন মহিউদ্দিন রনি, রাকিন, সুনান, সিফাত, শামিম, আল মুসা, সিফা, দাইয়ান, কাফি, এইচ এম আবুল খায়ের, নুরুন নাহার, মো. সিয়ামসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জন চাপাতি, লোহার পাইপ, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।’


তিনি আরও বলেন, ‘হামলায় পরিচ্ছন্নতাকর্মী রফিকুল পাটোয়ারী, শামীম, হাসান, সাকিব, জাকারিয়া রুবেল, নুসরাত মণ্ডল, অফিস সহায়ক মো. পারভেজ, ফয়সাল রাব্বি, আয়া সেলিনা ও লিফটম্যান শাকিল গুরুতর আহত হন। হামলাকারীরা মহিলা নার্স ও আয়াকে পর্যন্ত শ্লীলতাহানির চেষ্টা চালান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করালেও, হামলাকারীরা জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়।


তবে আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উস্কানিতে গতকাল আমাদের ওপর হামলা করা হয়েছে। যে সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছি তারা আন্দোলনকে থামিয়ে দিতে চাইছে। আমরা বলেছি যতদিনে আমাদের দাবী পূরণ না হবে ততদিন আন্দোলন চলবে। মামলা-হামলার ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না। গতকাল আমার সহযোদ্ধাদের মারধর করে অসুস্থ করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তারা সুস্থ হলে আমরা কর্মসূচিতে ফিরব।  


এদিকে, বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘লি‌খিত অভিযোগ পেয়ে‌ছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’



thebgbd.com/NA