ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের আরও ভূমি দখল রাশিয়ার

রুশ বাহিনী দোব্রোপিলিয়া কয়লা খনি শহরের কাছে সম্মুখযুদ্ধের সংকীর্ণ একটি অংশে সর্বোচ্চ ১০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৫ আগস্ট, ২০২৫
ইউক্রেনের আরও ভূমি দখল রাশিয়ার ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে দুটি নতুন বসতি দখলের দাবি করেছে রাশিয়া। মস্কো থেকে এএফপি জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী ইস্করা গ্রাম এবং শেরবিনিভকা নামক ছোট শহরটি দখল করেছে, যা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে অবস্থিত। ক্রেমলিন ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার দাবি করে।


শেরবিনিভকা খনি শহর টোরেৎস্ক এর কাছে অবস্থিত। ফেব্রুয়ারিতে রুশ সেনারা টোরেৎস্ক দখল করে নেয়। সাম্প্রতিক মাসগুলোতে রুশ সেনারা ইউক্রেনের আরও অনেক ভূমি দখলে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার স্বীকার করেছেন, রুশ বাহিনী দোব্রোপিলিয়া কয়লা খনি শহরের কাছে সম্মুখযুদ্ধের সংকীর্ণ একটি অংশে সর্বোচ্চ ১০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে।


যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ (আইএসডব্লিউ) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এএফপির বিশ্লেষণ অনুযায়ী, মঙ্গলবারের এই অগ্রগতি ছিল গত এক বছরের মধ্যে এক দিনে রাশিয়ার সবচেয়ে বড় অর্জন। পুতিন ও ট্রাম্প শুক্রবার আলাস্কায় এক বৈঠকে বসবেন। ক্রেমলিন বলেছে, এই বৈঠক ‘ইউক্রেন সংকটের সমাধান’কে কেন্দ্র করে হবে।


সূত্র: এএফপি


এসজেড