ঢাকা | বঙ্গাব্দ

‘সামরিক আস্থা’ গড়ে তোলার প্রতিশ্রুতি

১৫ আগস্ট, জাপান থেকে মুক্তির দিনটি উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয় দেশেই পালিত একমাত্র সরকারি ছুটির দিন।
  • অনলাইন ডেস্ক | ১৫ আগস্ট, ২০২৫
‘সামরিক আস্থা’ গড়ে তোলার প্রতিশ্রুতি লি জায়ে-মিয়ং

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং শুক্রবার উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে ‘সম্মান’ করার এবং ‘সামরিক আস্থা’ তৈরি করার অঙ্গীকার করেছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো ইচ্ছে নেই পিয়ংইয়ংয়ের এমন বক্তব্যের একদিন পরেই তিনি এ বক্তব্য দেন। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


জুন মাসে নির্বাচিত হওয়ার পর থেকেই লি জায়ে মিয়ং প্রতিশ্রুতি দিয়ে আসছেন, তিনি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন এবং কোনো পূর্বশর্ত ছাড়াই সংলাপ চালিয়ে যাবেন। যা তার একগুঁয়ে অবস্থানধারী পূর্বসূরির নীতির সম্পূর্ণ বিপরীত।


জাপানি শাসন থেকে মুক্তির বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে লি জায়ে মিয়ং বলেন,দক্ষিণ কোরিয়ার সরকার উত্তর কোরিয়ার সঙ্গে ‘উত্তর কোরিয়ার উত্তেজনা উল্লেখযোগ্যভাবে হ্রাস এবং আস্থা পুনরুদ্ধারের জন্য ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করবে’।


সিউলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইউনিফিকেশন এডুকেশন অনুসারে, ১৫ আগস্ট, জাপান থেকে মুক্তির দিনটি উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয় দেশেই পালিত একমাত্র সরকারি ছুটির দিন। এই দিনটিকে উভয় কোরিয়া ‘জাতীয় মুক্তি দিবস’ হিসেবে পালন করে।


লি জায়ে মিয়ং বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার বর্তমান ব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধা নিশ্চিত করছি’। উত্তর কোরিয়ার সঙ্গে শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোনও ইচ্ছা দক্ষিণ কোরিয়ার নেই। তিনি আরও বলেন, ‘আশা করি উত্তর কোরিয়া আস্থা পুনরুদ্ধার ও সংলাপ পুনরুজ্জীবিত করার জন্য আমাদের প্রচেষ্টার প্রতিদান দেবে’।  


লির এই ভাষণ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘সম্পর্ক উন্নত করার কোনও ইচ্ছা নেই’ বলার একদিন পর এসেছে। উত্তর কোরিয়া প্রচারণামূলক লাউডস্পিকার সরিয়ে নিচ্ছে এমন প্রতিবেদনও তিনি অস্বীকার করেছেন। জুন মাসে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলে, দুই দেশই অসামরিকীকরণ অঞ্চল জুড়ে প্রচারণা সম্প্রচার বন্ধ করে দিয়েছে, গত সপ্তাহে তারা জানায়, উত্তর কোরিয়ার সেনারা সীমান্তে লাউডস্পিকার ভেঙে ফেলছে।


সূত্র: এএফপি


এসজেড