সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ এলাকার থেকে কোটি কোটি টাকার পাথর লুটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) করা মামলায় অজ্ঞাত ১,৫০০ থেকে ২,০০০ জনকে আসামি করা হয়েছে।
বিএমডির মহাপরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারুল হাবিব বাদী হয়ে শুক্রবার (১৫ আগস্ট) কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভোলাগঞ্জের গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করে নিয়ে যায়। জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, অন্তত ১,৫০০ থেকে ২,০০০ ব্যক্তি এ লুটপাটে জড়িত, যাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
এজাহারে আরও বলা হয়, সরকারি গেজেটভুক্ত কোয়ারি থেকে এ ধরনের লুট বা চুরি খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১)-এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারার অপরাধও সংঘটিত হয়েছে।
উর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি দায়ের করা হয় এবং পাথর লুটে জড়িতদের শনাক্ত করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
thebgbd.com/NIT