ঢাকা | বঙ্গাব্দ

আমি প্রেসিডেন্ট থাকাকালীন তাইওয়ানে আক্রমণ করবে না চীন: ট্রাম্প

চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবে মনে করে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও গণতান্ত্রিকভাবে পরিচালিত এই দ্বীপ ভূখণ্ডকে চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করেছে বেইজিং।
  • অনলাইন ডেস্ক | ১৭ আগস্ট, ২০২৫
আমি প্রেসিডেন্ট থাকাকালীন তাইওয়ানে আক্রমণ করবে না চীন: ট্রাম্প ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে বলেছেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ান আক্রমণ করবে না। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের বলব, প্রেসিডেন্ট শি জিনপিং ও তাইওয়ান নিয়ে একই ধরনের পরিস্থিতি রয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি না যে, এটা আমার প্রেসিডেন্ট থাকা অবস্থায় ঘটবে। দেখা যাক কী হয়।’


তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে বলেছেন, আপনি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত আমি কখনই তাইওয়ানে আক্রমণ করব না। প্রেসিডেন্ট শি আমাকে এটা বলেছেন। আর আমি বলেছিলাম, আচ্ছা, আমি এজন্য কৃতজ্ঞ। তবে তিনি এটাও বলেছেন, আমি খুব ধৈর্যশীল, আর চীনও খুব ধৈর্যশীল।’


মার্কিন প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর গত জুন মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক ফোনালাপ হয়। তার আগে এপ্রিলে শি জিনপিং তাকে ফোন করেছিলেন বলেও জানান ট্রাম্প। তবে ঠিক কবে সেই ফোনালাপ হয়েছিল, তা তিনি জানাননি।


চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবে মনে করে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও গণতান্ত্রিকভাবে পরিচালিত এই দ্বীপ ভূখণ্ডকে চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করেছে বেইজিং। তবে চীনের এই সার্বভৌমত্বের দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে তাইওয়ান।


যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং আন্তর্জাতিক সমর্থক হলেও দুই দেশের মাঝে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস শুক্রবার বলেছে, তাইওয়ান প্রসঙ্গটি চীন-মার্কিন সম্পর্কের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়’।


সূত্র : রয়টার্স


thebgbd.com/NIT