দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) সর্বশেষ সমন্বিত দামে স্বর্ণ কেনাবেচা হবে। গত ২৪ জুলাই রাতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে এক হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছিল।
বর্তমানে বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। ২১ ক্যারেটের এক ভরির দাম এক লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার ৪০০ টাকা নির্ধারিত রয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি দাম এক লাখ ১৬ হাজার ১২৭ টাকা।
এর আগে গত ২৩ জুলাই দাম সমন্বয় করা হয়েছিল, যা কার্যকর হয় ২৪ জুলাই থেকে। তারও আগে ২২ জুলাই দাম বাড়ানো হয়েছিল।
এদিকে, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেটের রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে রুপার ভরি বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।
এর আগে ২২ জুলাই এবং ২৩ জুলাই—দুই দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সর্বশেষ ২৩ জুলাই ঘোষিত দাম কার্যকর হয়েছিল ২৪ জুলাই।
thebgbd.com/NIT