ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়া ‘পরিস্থিতি জটিল’ করছে

তিনি বলেন, রাশিয়া যুদ্ধবিরতি অসংখ্য আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং কখন হত্যাকাণ্ড বন্ধ করবে তা এখনও নির্ধারণ করেনি।
  • অনলাইন ডেস্ক | ১৭ আগস্ট, ২০২৫
রাশিয়া ‘পরিস্থিতি জটিল’ করছে ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতি মেনে নিতে অস্বীকৃতি জানানোর ফলে যুদ্ধের অবসান প্রক্রিয়াকে জটিল করছে। ফলে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের অবসানের প্রচেষ্টা জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


জেলেনস্কি শনিবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, রাশিয়া যুদ্ধবিরতির জন্য অসংখ্য আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং কখন হত্যাকাণ্ড বন্ধ করবে তা এখনও নির্ধারণ করেনি। এটি পরিস্থিতিকে জটিল করে তুলছে। যদি তাদের হামলা বন্ধ করার জন্য একটি সহজ আদেশ কার্যকর করার ইচ্ছা না থাকে, তাহলে রাশিয়াকে কয়েক দশক তার প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান বাস্তবায়নের জন্য ইচ্ছাশক্তি অর্জন করতে অনেক প্রচেষ্টার প্রয়োজন হতে পারে’।


সূত্র: এএফপি


এসজেড