ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিরতির দাবি প্রত্যাহার

যুদ্ধবিরতি থেকে ট্রাম্পের সরে আসার পরিবর্তিত কৌশল পুতিনের পক্ষে গেছে বলে মনে করা হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ১৭ আগস্ট, ২০২৫
যুদ্ধবিরতির দাবি প্রত্যাহার পুতিন ও ট্রাম্প।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকে ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য তার চাপ ত্যাগ করে পূর্ণ শান্তি চুক্তি অনুসরণের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে, বৈঠকের কয়েক ঘন্টা পরে ঘোষিত এই বড় পরিবর্তন এ যাবত কোনও স্পষ্ট অগ্রগতি অর্জন করতে পারেনি। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।


আলাস্কায় উচ্চ-স্তরের বৈঠকের আগে, অবিলম্বে যুদ্ধ বন্ধ নিশ্চিত করা ট্রাম্পের একটি মূল দাবি ছিল। রাশিয়ার ওপর ‘গুরুতর পরিণতির’ হুমকি দেন ট্রাম্প এবং ইউরোপীয় নেতারা। যুদ্ধবিরতি থেকে ট্রাম্পের সরে আসার পরিবর্তিত কৌশল পুতিনের পক্ষে গেছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প দীর্ঘদিন একটি চূড়ান্ত শান্তি চুক্তির জন্য আলোচনার পক্ষে যুক্তি দেখিয়ে আসছেন। তবে তার পরিবর্তিত কৌশলকে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার সময় কিনে যুদ্ধক্ষেত্রের অগ্রগতিকে চাপ দেওয়ার উপায় বলে সমালোচনা করেছেন।


ট্রাম্প ওয়াশিংটনে ফেরার পথে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি পরে বলেন, ‘সকলের মতেই এটি নির্ধারিত হয়েছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর সর্বোত্তম উপায় হল সরাসরি একটি শান্তি চুক্তিতে যাওয়া যা যুদ্ধের অবসান ঘটাবে।’ ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে আরও বলেন, ‘প্রায়শই যুদ্ধবিরতি চুক্তি টিকে থাকে না।’


জেলেনস্কি শনিবার বলেন, এই নতুন কৌশল ‘পরিস্থিতি জটিল করে তুলেছে।’ তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, যদি মস্কোর ‘হামলা বন্ধ করার জন্য একটি সহজ আদেশ কার্যকর করার ইচ্ছাশক্তির অভাব থাকে, তাহলে রাশিয়াকে কয়েক দশক ধরে তার প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান বাস্তবায়নের ইচ্ছাশক্তি অর্জনের জন্য অনেক প্রচেষ্টা করতে হতে পারে।’ মূল কূটনৈতিক মনোযোগ এখন সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে আলোচনার দিকে। একটি ইইউ সূত্র এএফপিকে জানিয়েছে, বেশ ক’জন ইউরোপীয় নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।


আলাস্কা শীর্ষ সম্মেলন সম্পর্কে ট্রাম্পের সঙ্গে ‘মূল’ কথোপকথনের পর জেলেনস্কি শনিবার বলেন, তিনি তার ওয়াশিংটন সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ‘হত্যাকাণ্ড এবং যুদ্ধের অবসান সম্পর্কিত সমস্ত বিবরণ’ নিয়ে আলোচনা করছেন। পুতিনের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শান্তি চুক্তি নিশ্চিত করার দায়িত্ব এখন জেলেনস্কির। তিনি বলেন, ‘এটি সম্পন্ন করা আসলে জেলেনস্কির ওপর নির্ভর করছে।’


সূত্র: এএফপি


এসজেড