নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না—এটাকে ব্যক্তি বা দলের রাজনৈতিক বক্তব্য উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যে যাই বলুক প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নির্বাচন হবে।
রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়ার বিষয় সরকারের পক্ষ থেকে লিখিত কোনো আদেশ দেওয়া হয়নি। এটা নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনাও হয়নি। তবে, এই ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
চীনের সঙ্গে তিস্তা নিয়ে কাজ করার বিষয়ে তিনি বলেন, আগামী জানুয়ারি মাস থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রকল্পের কাজ শুরু হবে। দশ বছরের জন্য চুক্তি হবে চীনের সঙ্গে। তিন অগ্রাধিকার ধরে প্রকল্পের কাজ শুরু হবে। এগুলো গলো নদী ভাঙন, বন্যা এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা।
রিজওয়ানা বলেন, তিস্তা নিয়ে আগের সরকারের সাথে ভারতের লিখিত কোনো চুক্তি হয়নি। যেটা ছিল সেটা রাজনৈতিক একটি মৌখিক চুক্তি। এই সরকার এসে চীনের সঙ্গে তিস্তার একটি মহাপরিকল্পনা নিয়ে ফাইল পেয়েছে।
সিলেটের সাদা পথর লুট নিয়ে তিনি বলেন, প্রশাসনের দুর্বলতা এবং কারো যোগসাজশে সিলেটের পাথর লুট হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
thebgbd.com/NA