রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক মো. আজিজুর রহমান জামিন পেয়েছেন।
আজ রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন।
এদিন আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
জানা গেছে, তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে কোনো বাধা নেই।
উল্লেখ্য, ১৫ আগস্ট ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আজিজুর রহমান গণপিটুনির শিকার হন। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
thebgbd.com/NA