ঢাকা | বঙ্গাব্দ

চীনে আকস্মিক বন্যায় নিহত ৯

উদ্ধার অভিযান পরিচালনা, নিখোঁজদের অবস্থান যাচাই এবং ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৭ আগস্ট, ২০২৫
চীনে আকস্মিক বন্যায় নিহত ৯ চীনের উত্তরাঞ্চলে বন্যা।

চীনের ইনার মঙ্গোলিয়ায় আকস্মিক বন্যায় নয়জনের প্রাণহানি এবং তিনজন নিখোঁজ রয়েছে বলে রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। বেইজিং থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ইনার মঙ্গোলিয়ার উরাত রিয়ার ব্যানারে ১৩ জনের একটি দল ক্যাম্পিং করার সময় আকস্মিক বন্যার কবলে পড়ে।


রোববার বিকেল পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং সাত শতাধিক কর্মী ‘জরুরি’ ভিত্তিতে নিখোঁজদের অনুসন্ধান চালাচ্ছেন বলে জানায় সিনহুয়া। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনা, নিখোঁজদের অবস্থান যাচাই এবং ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছে।


চলতি আগস্টের শুরুর দিকে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জনের প্রাণহানি হয় বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়। এছাড়া গত মাসে উত্তরাঞ্চলের বেইজিং শহরে প্রবল বর্ষণে অন্তত ৪৪ জন মারা যান। সেখানে রাজধানীর গ্রামীণ উপশহর এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে পাশের হেবেই প্রদেশে ভূমিধসে আরও আটজনের মৃত্যু হয়।


সূত্র: এএফপি


এসজেড