ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য স্পেনের দল ঘোষণা

৪ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান।
  • নিজস্ব প্রতিবেদক | ৩০ আগস্ট, ২০২৫
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য স্পেনের দল ঘোষণা ফাইল ছবি

বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে আবারও শক্তিশালী দল গড়ল স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তে ঘোষিত ২৬ জনের দলে সবচেয়ে বেশি আধিপত্য বার্সেলোনার। কাতালান ক্লাব থেকে একসঙ্গে জায়গা পেয়েছেন সাতজন ফুটবলার, যা এবারের স্কোয়াডে আলাদা মাত্রা যোগ করেছে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন মাত্র ২ জন।


৪ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান। এরপর ৭ সেপ্টেম্বর প্রতিপক্ষ তুরস্ক। দুই ম্যাচের জন্য ঘোষিত দলে বার্সেলোনার সাতজন হলেন—লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি, ফেরান তোরেস, পাও কুবার্সি, দানি ওলমো ও ফারমিন লোপেজ।


তালিকা থেকে বাদ পড়েছেন সদ্য বার্সেলোনায় যোগ দেয়া গোলরক্ষক হুয়ান গার্সিয়া। এস্পানিয়লের হয়ে লা লিগার গত মৌসুমে প্রতিটি ম্যাচ খেলেছিলেন তিনি, ঠেকিয়েছিলেন ১৪৬টি শট যা মৌসুমের সর্বোচ্চ। কিন্তু ২৫ মিলিয়ন ইউরোয় বার্সায় নাম লেখানোর পরও এবার জাতীয় দলে জায়গা হয়নি তার। নির্বাচকদের এই সিদ্ধান্তকেই বড় চমক ধরা হচ্ছে।

 

অন্যদিকে দীর্ঘ বিরতির পর স্কোয়াডে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল ও ম্যানচেস্টার সিটির রদ্রি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গত অক্টোবরে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন কারভাহাল। রদ্রিও ভুগেছেন একই ধরনের চোটে, যদিও ক্লাব বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরেন দুইজনই।


বিশ্বকাপ বাছাইপর্বে স্পেন আছে ইউরোপ অঞ্চলের ‘ই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ বুলগেরিয়া, তুরস্ক ও জর্জিয়া।


স্পেন স্কোয়াড-


গোলরক্ষক : উনাই সিমন, ডেভিড রায়া ও আলেক্স রেমিরো।


ডিফেন্ডার : দানি কারভাহাল, ডিন হুইসেন, পেদ্রো পোরো, দানি ভিভিয়ান, পাও কুবার্সি, রবিন লে নরম্যান্ড, আলেহান্দ্রো গ্রিমালদো ও মার্ক কুকুরেয়া।


মিডফিল্ডার : মার্টিন জুবিমেন্ডি, রদ্রি, গাভি, ফারমিন লোপেজ, পেদ্রি, দানি ওলমো, মিকেল মেরিনো ও ফ্যাবিয়ান রুইজ।


ফরোয়ার্ড : লামিন ইয়ামাল, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা ও জেসুস রদ্রিগেজ।


thebgbd.com/NIT