অক্টোবরে ছুটি নিয়ে সুখবর আসছে সরকারি চাকুরিজীবীদের জন্য। সরকারি চাকরিতে যারা কর্মরত, তাদের প্রায়ই তিন দিন ছুটি কাটানোর সুযোগ আসে। কারণ সপ্তাহে শুক্র-শনি ছুটি তো থাকেই পাশাপাশি বৃহস্পতি বা রোববার ছুটি পেলেই একটানা তিন দিন ছুটি। তবে এবার চার দিনের সুযোগ আসছে তাদের জন্য।
আগামী অক্টোবরে শুরু হচ্ছে সনাতন ধর্ম্বাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষ্যে আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪দিন ছুটি পাবেন তারা।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি। আর ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি।
পরের দুদিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি মিলবে সরকারি কর্মচারীদের।
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তথা স্কুল-কলেজগুলো এই ছুটির আওতায় পড়বে।
thebgbd.com/NA