ফেনীর ছাগলনাইয়ায় এক ইউপি সদস্যের খামার বাড়ি থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ মে) উপজেলার মহামায়া ইউনিয়নের দেবপুর এলাকা থেকে চিনিগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাতে ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের ওবায়দুর রহমান মেম্বারের খামার বাড়িতে অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া থানা পুলিশের বিশেষ দল।
রাতভর অভিযান শেষে সকালে ওই বাড়ি থেকে ১০ হাজার কেজি ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই বাড়ির ওবায়দুর রহমান মেম্বারের ছেলে আরিফ (২৬) ও তার সহযোগী নুরু নামে একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম বলেন, মহামায়া ইউনিয়নের দেবপুর এলাকা থেকে ১৯৮ বস্তায় ১০ হাজার কেজি চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।