সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার থানা সদর অফিস থেকে তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান আলফুকে আটকের পর তাকে নিয়ে আরও কয়েকটি স্থানে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াদুদ আলফু। এর আগে সাদা পাথর চুরির ঘটনায় আলফুর সরাসরি সম্পৃক্ততার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
thebgbd.com/NA