দক্ষিণ কোরিয়ার একটি ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসকষ্ট শুরু হওয়ায় আজ বৃহস্পতিবার তিন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির জরুরি পরিষেবা এ তথ্য জানায়। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দমকল বিভাগ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর পোহাং-এর পসকো ইস্পাত কারখানায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তারা হৃদরোগে আক্রান্ত হয়েছে।
পোহাং নাম্বু ফায়ার স্টেশনের একজন প্রতিনিধি এএফপিকে জানান, সাব-কন্ট্রাক্টে নিয়োজিত দু’জন পরিচ্ছন্নতা কর্মী ময়লা পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তাদের শরীরে যায়। ওই দু’জন অসুস্থ হয়ে পড়লে তাদের সাহায্য করার চেষ্টাকালে একজন পসকো কর্মীও নিঃশ্বাসের মাধ্যমে গ্যাসটি গ্রহণ করে।
নিঃশ্বাসের মাধ্যমে গ্যাস ফুসফুসে যাওয়ায় আরও তিনজন শ্রমিক সামান্য আহত হয়েছে। পোহাং নাম্বু ফায়ার স্টেশনের ওই প্রতিনিধি বলেন, কার্বন মনোক্সাইডের কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এএফপি
এসজেড